
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
সাংবাদিক তুহিন হত্যা: কিলিং মিশনে জড়িত চারজন গ্রেফতার
হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিক তুহিন হত্যা: কিলিং মিশনে জড়িত চারজন গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিলিং মিশনে জড়িত চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন ও আল-আমিন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে।
জিএমপি’র উপ-কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। পরবর্তীতে তদন্ত ও সিসিটিভি বিশ্লেষণে সরাসরি জড়িত চারজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গ্রেপ্তারকৃত চারজনই তুহিন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১:২৯:৩৭ ● ৯৭ বার পঠিত