শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫

তালতলীতে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২

হোম পেজ » বরগুনা » তালতলীতে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


তালতলীতে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তালতলী কেন্দ্রীয় মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলো- বরগুনার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র বিল্লাল (২৯) এবং ঢাকার মুগদা এলাকার মজিদ হাওলাদারের কন্যা রহিমা বেগম (৫০)। নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে জািনিয়েছে। তারা জানায়, তালতলী বাজার এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে- এমন খবরে অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুইজনকে চিহ্নিত করে তল্লাশি করে তাদের কাছ থেকে আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা মাদক সরবরাহ ও বিক্রির একটি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বরগুনা ও ঢাকায় গাঁজা সরবরাহ করে আসছলি। স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলায় বহিরাগত মাদক ব্যবসায়ীদের চলাফেরা বেড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, নৌবাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযান অত্যন্ত সফল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও তালতলীতে নৌবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ী আটক হয়। নৌবাহিনীর মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেছে স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ০:৩৩:২৩ ● ৮৫ বার পঠিত