বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫

নেছারাবাদে বিকাশের দোকানে চুরি, যুবক আটক

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিকাশের দোকানে চুরি, যুবক আটক
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


নেছারাবাদে বিকাশ দোকানে চুরি ও প্রতারণার অভিযোগে যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)

নেছারাবাদে বিকাশ দোকান থেকে টাকা ও মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শহীদ স্মৃতি কলেজ সড়ক থেকে মাহমুদুর রহমান মিরাজ (২৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, দুই দিন আগে মিরাজ তার দোকানে এসে একটি নম্বরে ১৭ হাজার টাকা পাঠাতে বলেন। টাকা পাঠানোর সময় কাস্টমারের ভিড়ে তিনি ব্যস্ত ছিলেন। সেই সুযোগে মিরাজ দোকান থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম কলেজ রোডে মিরাজকে দেখে চিনে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক মিরাজ বলেন, আমি অসুবিধায় ছিলাম, তাই ওইভাবে টাকা ও মোবাইল নিয়েছি।

তার বাবা মিজানুর রহমান বাবুল বলেন, যার টাকা নিয়েছে, সে ব্যবস্থা নিক। আমি দায় নেবো না।

ইউপি সদস্য শামীম মিয়া বলেন, মিরাজ এলাকায় মাদকাসক্ত ও চুরির জন্য কুখ্যাত।

নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে কেউ এখনো থানায় আনুষ্ঠানিকভাবে জানায়নি। তদন্ত করে দেখা হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৪ ● ২১৫ বার পঠিত