বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
দুমকিতে শ্রমিকের মরদেহ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে শ্রমিকের মরদেহ উদ্ধার![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে একটি ভাড়া বাসা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সেলিম শেখ (৫৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি জলিশায় একটি পুল নির্মাণ প্রকল্পে কাজ করতেন। থাকতেন হাসপাতাল সড়কের একটি ভাড়া বাসায়।
বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘর মালিক ভোরে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৫ ● ১৮৮ বার পঠিত
