
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
জুলাই অভ্যুত্থান ঢামেক মর্গে এক বছর, আজ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর ৬ মরদেহ
হোম পেজ » জাতীয় » জুলাই অভ্যুত্থান ঢামেক মর্গে এক বছর, আজ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর ৬ মরদেহসাগরকন্যা ডেস্ক
গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ৬ জনের মরদেহ আজ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করা হচ্ছে। এক বছর ধরে মরদেহগুলো পড়ে ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গে রাখা হয়েছিল। এখনো কারো পরিচয় মেলেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহগুলো হস্তান্তর করা হবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
পুলিশ জানায়, মরদেহগুলোর মধ্যে তিনটি যাত্রাবাড়ী, দুটি শাহবাগ ও একটি পল্টন থানার মামলার অন্তর্ভুক্ত। দীর্ঘ অনুসন্ধানেও কেউ মরদেহের দাবি করেনি।
তবে ভবিষ্যতে পরিচয় শনাক্তের সম্ভাবনা মাথায় রেখে মৃতদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৪৩:২৬ ● ৮৮ বার পঠিত