
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
দুমকিতে যুবলীগ নেতা মনিরুল গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে যুবলীগ নেতা মনিরুল গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা মনিরুল ইসলাম ফকির (৪০) গ্রেফতার হয়েছেন।
রোববার (৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দুমকি থানার ওসি মো. জাকির হোসেন।
পুলিশ জানায়, গ্রেফতারের পর মনিরুলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। বাড়ি শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। বাবা মো. দেলোয়ার হোসেন ফকির।
২০২২ সালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে।
এ ঘটনার প্রেক্ষিতে ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৯:২০ ● ৩৩ বার পঠিত