
রবিবার ● ৩ আগস্ট ২০২৫
গৌরনদীতে প্রবল বর্ষণে সড়ক ধসে যান চলাচল ব্যাহত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে প্রবল বর্ষণে সড়ক ধসে যান চলাচল ব্যাহতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে কয়েক দিনের প্রবল বর্ষণে গৌরনদী-শরিকল সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। ফলে হাজারো যাত্রী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।
গত ২ আগস্ট রাতে নলচিড়া ইউনিয়নের মোল্লার খালপাড় এলাকায় এই ধসের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, সড়কের মাঝখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। সড়কটি ধসে পড়ায় গৌরনদী উপজেলা সদর, শরিকল, নলচিড়া, কালকিনির কয়ারিয়া ও মুলাদীর নাজিরপুর ইউনিয়নের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এলাকাবাসীর কাছে এটি ছিল একমাত্র যাতায়াত পথ।
স্থানীয় ইজিবাইক চালক জসিম সরদার বলেন, সড়ক ধসের কারণে আমাদের শতাধিক ইজিবাইক চালকের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পিকআপ চালক রবিউল শরীফ জানান, টরকী বন্দর থেকে মাল নিয়ে পিঙ্গলাকাঠী যাওয়ার পথে আটকে পড়েছি। সময়মতো মালামাল পৌঁছাতে পারছি না।
স্থানীয়রা দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়ে বলেন, প্রতিদিন এই পথে হাজার হাজার মানুষ যাতায়াত করে; সড়কটি সচল না হলে দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন, শনিবার রাতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ওই এলাকা অতিক্রম করার সময় সড়ক ধসে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সংস্কার কাজ শুরু করেছি।
বাংলাদেশ সময়: ২০:৩০:১৩ ● ১০৫ বার পঠিত