রবিবার ● ৩ আগস্ট ২০২৫
উদ্বিগ্ন এলাকাবাসী কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » উদ্বিগ্ন এলাকাবাসী কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাদের হাত, পা ও মুখ বেঁধে রাখে। ডাকাতরা বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে জানান তারা।
এর আগে, ১৩ জুলাই কলাপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামের এক বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় ডাকাতদল ঘরের সকলের হাত-পা বেঁধে আমেরিকান প্রবাসী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই বাড়ি থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। ঘন ঘন ডাকাতির ঘটনায় কলাপাড়াবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় মানুষের সাথে আলাপকালে জানা যায়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ফোরলেন এলাকায় টহলে ছিল। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০৯:১১ ● ২৫৬ বার পঠিত
