
রবিবার ● ৩ আগস্ট ২০২৫
উদ্বিগ্ন এলাকাবাসী কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » উদ্বিগ্ন এলাকাবাসী কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাদের হাত, পা ও মুখ বেঁধে রাখে। ডাকাতরা বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে জানান তারা।
এর আগে, ১৩ জুলাই কলাপাড়ার পশ্চিম বাদুরতলী গ্রামের এক বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় ডাকাতদল ঘরের সকলের হাত-পা বেঁধে আমেরিকান প্রবাসী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই বাড়ি থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। ঘন ঘন ডাকাতির ঘটনায় কলাপাড়াবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় মানুষের সাথে আলাপকালে জানা যায়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ফোরলেন এলাকায় টহলে ছিল। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০৯:১১ ● ১৪৪ বার পঠিত