
শনিবার ● ২ আগস্ট ২০২৫
নেছারাবাদে কলেজ ছাত্রদল সভাপতি-সম্পাদককে নোটিশ
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে কলেজ ছাত্রদল সভাপতি-সম্পাদককে নোটিশসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।
শুক্রবার (১ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে উল্লেখ করা হয়, পদে থেকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সামনে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে। আমাদের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারা ঠিক কীভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছে তা আলোচনা করে দেখা হবে। এজন্যই নোটিশ দেওয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৮:৩০:১৬ ● ১৫৫ বার পঠিত