
শনিবার ● ২ আগস্ট ২০২৫
সালথায় পাট কাটায় ব্যস্ত কৃষক, ন্যায্যমূল্য না পেয়ে হতাশা
হোম পেজ » ঢাকা » সালথায় পাট কাটায় ব্যস্ত কৃষক, ন্যায্যমূল্য না পেয়ে হতাশাআবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় চলছে পাট কাটা ও আঁশ ছাড়ানোর ব্যস্ত সময়। এ বছর উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
কৃষকেরা সকাল থেকে রাত পর্যন্ত মাঠে, রাস্তায় ও বাড়ির আঙিনায় পাট কাটছেন, আঁশ ছাড়াচ্ছেন ও শুকাচ্ছেন। নারীরাও পাট প্রক্রিয়াজাতে অংশ নিচ্ছেন।
তবে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, বাজারে ভালো মানের পাটের দাম প্রতিমণ ৪ হাজার টাকার মতো হলেও খরচ বেশি, ফলে লোকসান গুনতে হচ্ছে।
চাষি আব্দুল আওয়াল ও মগবুল হোসেন জানান, পানির অভাবে আঁশের মান খারাপ হচ্ছে। শ্রমিক সংকট রয়েছে, একজনের মজুরি এক হাজার টাকার নিচে নয়।
কৃষি উদ্যোক্তা মুক্তার হোসেন বলেন, নদীতে জাগ দিতে গিয়ে খরচ বেড়েছে। দাম না বাড়লে বর্গাচাষিদের ক্ষতি হবেই।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, আগাম বৃষ্টিতে দ্রুত পাট কাটতে হয়েছে। বিলে পানি না থাকায় দূরে নিয়ে জাগ দিতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১০:১৭ ● ১৭৪ বার পঠিত