
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
জুলাই-আগস্ট শহীদদের স্মরণে দোয়া-আলোচনা সভা পিরোজপুরে
হোম পেজ » পিরোজপুর » জুলাই-আগস্ট শহীদদের স্মরণে দোয়া-আলোচনা সভা পিরোজপুরে
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদসহ দেশের সব শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহতদের সুস্থতা কামনাও করা হয়।
শুক্রবার (১ আগস্ট) শহীদ ওমর ফারুক মিলনায়তনে সভাটি হয়। এতে শহীদ ও আহতদের পরিবার, আন্দোলনে অংশগ্রহণকারী, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’ সংগঠনের সভাপতি কাজী মো. আবু হানিফ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তাহমীদ আল নাসীব।
বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী জেলার সেক্রেটারি মো. জহিরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মো. মনুরুল হাসান এবং প্রেসক্লাব সভাপতি এসএম রেজাউল করিম শামিম।
বক্তারা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, এই আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের প্রেরণা। স্বাধীনতা রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আন্দোলনকারীরা জুলাই আন্দোলনের স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। চলমান অপপ্রচার বন্ধ ও সহযোগিতার পরিবেশ গড়ার আহ্বান জানান তারা।
শহীদ পরিবারের সদস্যরা বিচার দাবি করেন এবং কান্নাভেজা কণ্ঠে শোক প্রকাশ করেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৬:০৭ ● ১৬৭ বার পঠিত