শুক্রবার ● ১ আগস্ট ২০২৫

দুমকিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে গৃহবধূর মরদেহ উদ্ধার
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে দুমকি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুরবাড়ির দাবি, মুক্তার মৃত্যু হয়েছে স্ট্রোকে। তবে মুক্তার ভাই মাসুম হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ির নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ভাই মাসুম হোসেন থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি বলে দাবি করেন তিনি।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:১০:১২ ● ১০৯ বার পঠিত