
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
ফলোআপ- তালগাছে বাবুই পাখির বাসা ফের বসালো বন বিভাগ
হোম পেজ » পটুয়াখালী » ফলোআপ- তালগাছে বাবুই পাখির বাসা ফের বসালো বন বিভাগসাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ধ্বংস হওয়া ৩০টি বাবুই পাখির বাসা ও ২০টি ডিম প্রতিস্থাপন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর আমখোলা গ্রামের একটি তালগাছে এসব বাসা পুনঃস্থাপন করা হয়।
এর আগের দিন ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা ধানক্ষেত সংলগ্ন তালগাছে থাকা বাসাগুলো ভেঙে ফেলেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ দ্রুত পদক্ষেপ নেয়।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ-সংরক্ষক সফিকুল ইসলাম বলেন, ধ্বংস হওয়া বাসাগুলো প্রতিস্থাপন করা হয়েছে। অভিযুক্ত কৃষকের পরিবার হতদরিদ্র হওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়েছে।
প্রতিস্থাপনকালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বন কর্মকর্তা সফিকুল ইসলাম এবং এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আসাদুল্লাহ হাসান মুসা।
উল্লেখ্য, এর আগেও ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংসের ঘটনায় মামলা হয়েছিল, যা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৭ ● ১১৭ বার পঠিত