
বুধবার ● ৩০ জুলাই ২০২৫
গাঁটরিতে ৮৪ হাজার টাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য
হোম পেজ » পটুয়াখালী » গাঁটরিতে ৮৪ হাজার টাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির গাঁটরি ও কাপড়ে পাওয়া গেছে ৮৪ হাজার ৬২৫ টাকা। বুধবার বিকালে উপজেলার মানিক মিয়া চত্বরে এ ঘটনা ঘটে। পরে ‘ছাত্রদল মানবিক সংগঠন’ নামের একটি সংগঠনের সদস্যরা টাকা থানায় জমা দেন।
স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা সদরের চেয়ারম্যান মার্কেট এলাকার একটি চায়ের দোকানের পাশে বসবাস করছিলেন। রঙচঙে পোশাকে ও গাঁটরি হাতে ঘোরাফেরা করতেন।
বুধবার বিকেলে সংগঠনের সদস্যরা তাকে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরানোর সময় কাপড়ের ভাঁজ ও ব্যাগে টাকার গাদা দেখতে পান। উপস্থিত লোকজন গণনা করে সেখানে ৮৪ হাজার ৬২৫ টাকা পান।
ওই ব্যক্তি নিজেকে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ঘোষখালী গ্রামের বাসিন্দা বলে জানান। তার নাম ‘আল্লাহ মালেক সাই’ বলেও দাবি করেন। জানান, মানুষ যা দিত, তা তিনি জমিয়ে রাখতেন।
স্থানীয় বাসিন্দা আহম্মেদ ইব্রাহিম বলেন, তাকে অনেক দিন ধরে ওই দোকানের পাশে বসে থাকতে দেখতাম। খাওয়াতে চাইলে তিনি বলতেন, আমাকে একবেলা খাওয়াতে ২৮ শ’ ৩ হাজার টাকা লাগে।
সংগঠনের সভাপতি আবুল বসার বলেন, আমরা শুধু অসহায়দের সহায়তা করি না, সচেতনতামূলক কাজও করি। পাগলের বেশে অনেক সময় অপরাধীও থাকতে পারে। তাই টাকা পাওয়ার পর আমরা থানায় জমা দিই।
দশমিনা থানার পুলিশ পরিদর্শক ইমাম মেহেদি জানান, সংগঠনের সদস্যরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ৮৪ হাজার ৬২৫ টাকা থানায় জমা দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৪:০৬ ● ১৫৭ বার পঠিত