
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
নেছারাবাদে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ডসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)
নেছারাবাদে মাদক সেবনের দায়ে সাকিব (১৯) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। সাকিব উপজেলার দক্ষিণ কৌরিখাড়া গ্রামের মো.আব্দুস সালামের ছেলে।
জানাগেছে, নেছারাবাদ থানা পুলিশের অভিযানকালে উপজেলার ইন্দুরহাট এলাকা থেকে ইয়াবা সেবনকালে সাকিবকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে সাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।
এ প্রসংঙ্গে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক আইডিতে একটি পোষ্ট দেন। মুহুর্তেই পোষ্টটি ভাইরাল হয়ে যায়। পোষ্টে যা লেখাছিল “বয়স মাত্র আঠারো পেড়িয়ে উনিশ। ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছিল কিন্তু কত সালে সেটা বলতে পারে না। কয়েকমাস আগে ট্রাকে কাজ শুরু করেছিল। সেই থেকে ড্রাইভার তথা তার ওস্তাদের মাদকদ্রব্য সেবনের অভ্যাস দেখে সেও ধীরে ধীরে সেবন শুরু করে। তার জীবন মাত্র শুরু হলো আর সেই মূল্যবান জীবন অঙ্কুরেই বিনষ্টের গোড়াপত্তন করলো মাদক সেবন দিয়ে। আহা জীবন, আহা তারুণ্য! এভাবেই হাজারো, লাখো তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে অঙ্কুরেই। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেলে পাঠানো হয়েছে। জেল থেকে ফেরত আসার পরে আমার সাথে দেখা করার জন্য বলেছি। জানিনা এই এক মাসের কারাদণ্ড তাকে মাদক সেবন থেকে ফিরিয়ে আনবে কিনা। তবু আশা করি সে মাদক থেকে ফিরে আসুক। ফিরে আসুক লাখো তরুণ যারা নিজেদের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আসুন জীবনকে ভালোবাসি, মাদকমুক্ত জীবন গড়ি”।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫৮ ● ২৪৯ বার পঠিত