সোমবার ● ২৮ জুলাই ২০২৫

কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় মুখর কলাপাড়া

হোম পেজ » পটুয়াখালী » কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় মুখর কলাপাড়া
সোমবার ● ২৮ জুলাই ২০২৫


কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় মুখর কলাপাড়া

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় ৩৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দিয়েছে শিক্ষা বিভাগ। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা শিক্ষা অফিস।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদেক।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, জেলা সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, আবু হানিফ, গবেষণা কর্মকর্তা মো. আইউব আলী প্রমুখ।

 

অনুষ্ঠানে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এসএমসি সভাপতি, অভিভাবক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী মহসিন মারুফ বলেন, এই অর্জন আমার একার নয়, আমার শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি চাই আমার স্কুলে একটি নতুন ভবন নির্মাণ হোক। স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এই সম্মাননা শিক্ষার্থীদের আরো ভালো করতে অনুপ্রাণিত করবে। তারা একদিন সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১১ ● ৮১ বার পঠিত