
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ, দুই দিনেও সন্ধান মেলেনি জ্যোতির
হোম পেজ » ঢাকা » টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ, দুই দিনেও সন্ধান মেলেনি জ্যোতিরসাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির দ্বিতীয় দিনেও কোনো সন্ধান মেলেনি। সোমবার বিকেলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গত দুই দিন টঙ্গীর হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত খোলা ড্রেন ও জলাশয়ে তল্লাশি চালায়। উদ্ধার অভিযানে কাজ করেন ২০ সদস্যের একটি ডুবুরি দল। ঘটনাস্থল থেকে নিখোঁজ তাসনিমের একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। তিনি মনির ট্রেডিং নামে একটি কসমেটিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
নিহতের স্বজনরা সাগরকন্যাকে জানান, শনিবার রাতে ওষুধ সরবরাহ করতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন জ্যোতি। বৃষ্টির মধ্যে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যান গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। তিনি জানান, ঘটনাস্থল সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়, এটি সড়ক বিভাগের দায়িত্ব। তবে সিটি করপোরেশন উদ্ধারকাজে সব ধরনের সহযোগিতা করছে।
এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্বজনদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা ও নজরদারির অভাবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা হাসপাতাল ও সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৩ ● ৮৬ বার পঠিত