
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
কলাপাড়ায় ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
অপারেশন ডেবিল হান্ট-এর অভিযানে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলাপাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি মো. হাসিব (২৮) গ্রেফতার হয়েছেন। রোববার রাতে টিয়াখালী ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হাসিব কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. মোফাজ্জেল হোসেন তালুকদার।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, অপারেশন ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৯:৩৬ ● ৩২ বার পঠিত