
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
নেছারাবাদে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভাসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী নেছারাবাদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। বিএনপি-জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ যেন আর না ফিরতে পারে, সেজন্য রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও দাবি করেন, জামায়াত দুর্নীতিতে জড়ায় না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মো. তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের সেক্রেটারি ও আদাবর থানা জামায়াতের আমির মো. আল আমিন সবুজ।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ২২:১০:৫২ ● ১৪৯ বার পঠিত