শনিবার ● ২৬ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বামনায় আলোচনা সভা ও শপথ পাঠ

হোম পেজ » বরগুনা » জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বামনায় আলোচনা সভা ও শপথ পাঠ
শনিবার ● ২৬ জুলাই ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ- কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় ভার্চুয়ালি শপথ পাঠে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার বামনা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদ হাসিব।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. জাফরিন জাহান। উপস্থিত ছিলেন বামনা থানার এসআই উত্তম কুমার, জামায়াতে ইসলামী বামনা শাখার সেক্রেটারি মো. সাইফুল মানসুর, ইসলামী আন্দোলনের সহসভাপতি নূর হোসাইন নূরানী, জাতীয়তাবাদী দলের গোলাম কিবরিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান নাজির ধলু, ওলামা দলের মো. আল-আমীন, ইউপি সদস্য আকলিমা বেগম, মোসা. কাজল রেখা প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২০:০৫:৫৪ ● ৮০ বার পঠিত