
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
সাংবাদিকের ওপর হামলা গোপালগঞ্জে সংখ্যালঘু পরিবারকে হুমকি!
হোম পেজ » ঢাকা » সাংবাদিকের ওপর হামলা গোপালগঞ্জে সংখ্যালঘু পরিবারকে হুমকি!
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছিনতাই মামলার বাদী সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ওই উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, মামলা তুলে নিতে অভিযুক্ত পারভেজ ফকিরের ভাই মাহাবুল ফকির ও আসামি সাইদুল ইসলাম বাড়িতে এসে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।
বাদীর মা প্রমিলা চৌধুরী জানান, কিছুদিন আগে তার ছেলে অশোক চৌধুরীকে ওয়াবদারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় কয়েকজন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। এরপর থেকেই পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।
ঘটনার রাতে আসামিরা বাদীর পরিবারকে ভয়ভীতি দেখায় এবং মামলা তুলে নিতে চাপ দেয়। পরিবারের অন্য সদস্য অনিতা চৌধুরী অভিযোগ করেন, প্রতিবাদ করলে তাকে ও তার শাশুড়িকে গালিগালাজ করে চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করা হয়।
মামলার বাদী অশোক চৌধুরী জানান, ঘটনার দিন ৬ জন মিলে তাকে ফিলিং স্টেশনে আটকে রেখে মারধর করে এবং সাদা স্ট্যাম্পে সই রেখে দেয়। তিনি আদালতে ছিনতাই মামলা করেছেন।
এদিকে শুক্রবার রাতে কোটালিপাড়া উপজেলার সাংবাদিক কামরুল হাসানকে ওয়াবদারহাট বাজার মসজিদ থেকে এশার নামাজ পরে বাড়ি ফেরার সময় নিউজ না করার জন্য বললে সাংবাদিক নিউজ করবে বলে জানালে তার উপর আক্রমণ করে খুন জখমের হুমকি দেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:১৬ ● ৭০ বার পঠিত