শনিবার ● ২৬ জুলাই ২০২৫

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ
শনিবার ● ২৬ জুলাই ২০২৫


রিপন সাব্বির এবাং তার পদত্যাগ পত্রের অনুলিপি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন সাব্বির পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনের সব ধরনের দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন।

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে রিপন সাব্বির তার পদত্যাগপত্র সংগঠনের কাছে জমা দেন। পদত্যাগপত্রে তিনি দলের প্রতি সম্মান রাখার কথা উল্লেখ করে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তিনি লেখেন, আমি কিছু ব্যক্তিগত কারণে, দলের প্রতি সম্মান রেখে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।

 

এই পদত্যাগ সংগঠনের ভেতরে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ নিয়ে কেন্দ্রীয় বা থানা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

মহিপুর থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান জানান, পদত্যাগপত্রটি জেলা কমিটিতে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনার অপেক্ষায় আছি।

 

পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৫ ● ১৫৪ বার পঠিত