
সোমবার ● ২১ জুলাই ২০২৫
পিরোজপুরে সংবাদ সম্মেলন মাদ্রাসাছাত্রী হত্যার বিচার দাবি পিতার
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে সংবাদ সম্মেলন মাদ্রাসাছাত্রী হত্যার বিচার দাবি পিতার
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
মাদ্রাসাছাত্রী কিশোরী মেয়ের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অটোরিকশাচালক পিতা।
সোমবার (২১ জুলাই) জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কামরুজ্জামান শেখ। তিনি বলেন, তার মেয়ে কামরুল নাহার আখি (১৬) ২০২০ সালের ৩ সেপ্টেম্বর নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মারা যায়।
এর আগে ২ সেপ্টেম্বর রাতে আসামি রাসেদুল খন্দকার, এনামুল হক লিটন শেখ ও রাকিব খান বাবু বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তারা বলে, আখির সঙ্গে রাসেদুলের প্রেমের সম্পর্ক রয়েছে, বিয়ে দিতে হবে। না দিলে জোর করে তুলে নিয়ে বিয়ে দেবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আসামিরা ভয়ভীতি দেখিয়ে বলেন, মেয়ের আপত্তিকর ভিডিও আছে, তা ছড়িয়ে দেওয়া হবে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে আখিকে গালিগালাজ ও চড়-থাপ্পড় মারে।
পরদিন সকালে আখির মা তাকে ঘরের চালের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখেন এবং সেখানেই তার মৃত্যু হয়। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কামরুজ্জামান শেখ নাজিরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন (মামলা নং: এম.পি ৮৬/২০)।
তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা জামিনে বের হয়ে নানা ধরনের হুমকি ও হয়রানি করছে।
আসামি এনামুল হক লিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে ফোনে বলেন, এ বিষয়ে কিছু বলবো না, সরাসরি আসুন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের প্রসঙ্গে এখনকার আনা অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:২৭:৫১ ● ৭৯ বার পঠিত