সোমবার ● ২১ জুলাই ২০২৫

নারী কেলেঙ্কারির অভিযোগ মির্জাগঞ্জ দরবারের সেই হিসাব রক্ষকের বিরুদ্ধে এবার বিক্ষোভ

হোম পেজ » পটুয়াখালী » নারী কেলেঙ্কারির অভিযোগ মির্জাগঞ্জ দরবারের সেই হিসাব রক্ষকের বিরুদ্ধে এবার বিক্ষোভ
সোমবার ● ২১ জুলাই ২০২৫


 রোববার সন্ধ্যায় দরবার শরীফের সামনে এলাকাবাসীর আয়োজনে সোহাগের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে দরবার শরীফের হিসাব রক্ষক সোহাগ মল্লিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে এবার বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা সোহাগ মল্লিককে দরবার থেকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

 

অভিযুক্ত সোহাগ মল্লিক মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালীর বাসিন্দা ইউনুস মল্লিকের ছেলে এবং ইয়ার উদ্দিন খলিফা দরবারের হিসাব রক্ষকের দায়িত্বে আছেন।

 

তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, সংসার ভাঙানো, ভুয়া বিয়ের আশ্বাস, গর্ভপাত এবং হুমকির অভিযোগ রয়েছে। গত ১৬ জুলাই এক নারী তিন সন্তানসহ বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে অনশন করেন।

 

আরও এক নারী অভিযোগ করেন, মানতের টাকা আদায়কর্তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করে সোহাগ শারীরিক নির্যাতন করেন।

 

সোহাগ মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন ব্যস্ত পাওয়া যায়।

 

মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিক্ষোভের বিষয়ে আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে বিস্তারিত দেখব।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় দরবার শরীফের সামনে এলাকাবাসীর আয়োজনে সোহাগের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৭:৩৩ ● ৭৯ বার পঠিত