
রবিবার ● ২০ জুলাই ২০২৫
সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ
হোম পেজ » খুলনা » সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দসাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারে ব্যবহৃত নাইলনের ফাঁদ, বরফ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ।
শনিবার ভোর রাতে পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে এলাকা থেকে এসব জব্দ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনরক্ষীরা টহলকালে
সন্দেহজনক একটি ট্রলারের গতি রোধের চেষ্টা করলে কতিপয় ব্যক্তি ঝাপদিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের হরিণ ধরার মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস মাপার দাঁড়িপাল্লা, ছুরি, হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এএইচএ/এমআর
বাংলাদেশ সময়: ০:৪৬:৫৭ ● ১৮৫ বার পঠিত