
রবিবার ● ২০ জুলাই ২০২৫
কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, দালালি, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২০ জুলাই) বিকেলে চান্দুপাড়া আবাসন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বক্তব্য দেন মনিরা বেগম, তাঁর ছেলে এনামুল হক, বিএনপি নেতা দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন ও মজিবুর হাওলাদার।
বক্তারা অভিযোগ করেন, শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, জাল কাগজপত্র ও ভুয়া মামলায় এলাকাবাসীকে হয়রানি করছেন।
মজিবুর হাওলাদার জানান, সাড়ে ১৩ লাখ টাকার জমির মূল্য থেকে ২ লাখ ৫ হাজার টাকা তারা নানা কৌশলে আত্মসাৎ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেফতার দাবি জানান।
অভিযোগের বিষয়ে শাহাদাত তালুকদার বলেন, আমি তাদের হয়ে মামলা চালিয়েছি। মামলা চালাতে আমার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতেই তারা মিথ্যা অভিযোগ করছে।
বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৩ ● ৩৩ বার পঠিত