শনিবার ● ১৯ জুলাই ২০২৫

খুলনায় বিষাক্ত মদে প্রাণ গেল ৫ জনের

হোম পেজ » খুলনা » খুলনায় বিষাক্ত মদে প্রাণ গেল ৫ জনের
শনিবার ● ১৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

খুলনার বয়রা এলাকায় বিষাক্ত মদ পানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বাবু (৫০), সাবু (৬০), গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। সকলেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

অন্যদিকে, একই মদ পান করে খালিশপুর দাসপাড়ার সনুর অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারা হাতে তৈরি মদ পান করেছিলেন। ওই মদে ব্যবহার করা হয় ‘এলকোলি’ নামে ভারত থেকে আমদানি নিষিদ্ধ একটি মেডিসিন, যার সঙ্গে মেশানো হয় চুনের পানি ও ঘুমের ট্যাবলেট। এসব মিশ্রণ শরীরে সহ্য না করতে পেরে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৪৩ ● ৮১ বার পঠিত