শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫

আগামী নির্বাচন হবে অতীতের চেয়ে কঠিন: আলতাফ হোসেন চৌধুরী

হোম পেজ » পটুয়াখালী » আগামী নির্বাচন হবে অতীতের চেয়ে কঠিন: আলতাফ হোসেন চৌধুরী
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫


পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক কঠিন। এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

 

শুক্রবার (১৮ জুলাই) পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করা হয়।

 

আলতাফ হোসেন বলেন, লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোলে পুরো দল পরিচালনা করছেন। ড. ইউনুসের সঙ্গে আলোচনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে।

 

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। হত্যা, গুম, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত  হয়েছে। শিক্ষক, অভিভাবকসহ সারা দেশের মানুষও রাজপথে নেমেছে সেদিন।

 

আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার ২ হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনও অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাদের স্মরণে কেন্দ্রের নির্দেশে দোয়া ও মিছিলের আয়োজন করা হয়েছে।

 

দোয়া ও মৌন মিছিলটি পটুয়াখালী পৌর শহরের মদীনা মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

এসময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১২ ● ৯৫ বার পঠিত