
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
নেছারাবাদে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে এসএসসিতে ফেল করায় সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া ওই এলাকার মো. কবির হোসেনের মেয়ে। সে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয় সুমাইয়া। পরদিন আজ দুপুরে পরিবারের অজান্তে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন আত্মহত্যার খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০০:২৬ ● ৩৮১ বার পঠিত