
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
ছাতকে বিতর্কিত নীপা ফার্মেসিকে জরিমানা
হোম পেজ » সর্বশেষ » ছাতকে বিতর্কিত নীপা ফার্মেসিকে জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতকে গাইনি চিকিৎসক সংকটকে ঘিরে গড়ে ওঠা ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সাগরকন্যা’সহ বিভিন্ন মাধ্যমে “ছাতকে ডাক্তার ও ফার্মেসি সিন্ডিকেট, বিপাকে রোগীরা” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর জনমতের চাপে প্রশাসন এ পদক্ষেপ নেয়।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে ছাতক ট্রাফিক পয়েন্টে অবস্থিত বিতর্কিত ‘নীপা ফার্মেসি’তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
অভিযানে ‘মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২’র ১৩(২) ধারা অনুযায়ী নীপা ফার্মেসিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনিয়ম রোধে সতর্ক করা হয় প্রতিষ্ঠানটিকে।
উল্লেখ্য, গাইনী বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন ওই ফার্মেসিতে রোগী দেখেন এবং অতিরিক্ত ফি আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পেশাগত নৈতিকতা লঙ্ঘন এবং সরকারি হাসপাতালের সংকটকে পুঁজি করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগের ভিত্তিতেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এএমএল/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৩:৪০ ● ৯৩ বার পঠিত