
সোমবার ● ৭ জুলাই ২০২৫
ফটোগ্রাফারদের উদ্ধার কুয়াকাটায় এবার তলিয়ে যাচ্ছিলেন মদ্যপ পর্যটক!
হোম পেজ » কুয়াকাটা » ফটোগ্রাফারদের উদ্ধার কুয়াকাটায় এবার তলিয়ে যাচ্ছিলেন মদ্যপ পর্যটক!সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপ অবস্থায় সাগরে নেমে এক পর্যটক তলিয়ে যান, পরে সৈকতে কর্মরত দুই ফটোগ্রাফার ও স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেলে সৈকতের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ বছর বয়সী এক পর্যটক মাতাল অবস্থায় সমুদ্রে গোসল করতে নামেন। সতর্ক করা সত্ত্বেও তিনি কথা না শুনে এগিয়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই ঢেউয়ের মাঝে ডুবে যান।
এ সময় সৈকতে থাকা দুই ফটোগ্রাফার দেখতে পেয়ে দ্রুত সমুদ্রে ঝাঁপ দেন। প্রায় ১০ মিনিট চেষ্টার পর তাকে টেনে তোলা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যটককে ট্যুরিস্ট পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।
টুরিস্ট পুলিশের বরাতে জানা গেছে, উদ্ধার হওয়া পর্যটকের নাম সোহেল রানা। তার ভোটার আইডি অনুযায়ী বাড়ি গাইবান্ধা জেলায়।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। তারা আরও জানায়, স্নানপূর্বক অতিরিক্ত মদ্যপান জীবনঘাতি হতে পারে। এ ধরনের আচরণ সৈকতের নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছেন তারা।
এদিকে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, মদ্যপ অবস্থায় সৈকতে আসা, গোসল করা বা অস্বাভাবিক আচরণ বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।
উল্লেখ্য, গত ২৯ জুন কুয়াকাটা সৈকতে অতিরিক্ত মদ্যপানে এক কিশোর পর্যটক মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২০:০১ ● ৮১ বার পঠিত