শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫


 

ইয়াবাসহ আটক হওয়া ইজাজ আহমেদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া

 

পটুয়াখালীর কলাপাড়ায় ২৫০ পিস ইয়াবাসহ ইজাজ আহমেদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার বানাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক ইজাজ লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার ওসি’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা।

 

পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

স্থানীয়রা জানান, ইজাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৬ ● ৭১ বার পঠিত