
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫
বাউফলে এডিপি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
হোম পেজ » পটুয়াখালী » বাউফলে এডিপি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, বেশ কয়েকটি প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। আবার কিছু প্রকল্পে কাজ হলেও তা হয়েছে নিম্নমানের উপকরণ দিয়ে ও সিডিউলবহির্ভূতভাবে।
জানা যায়, চলতি অর্থবছরে বাউফলের ১৫টি ইউনিয়নে ৬৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল ৮২ লাখ ৮২ হাজার টাকা। এসব প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে খামখেয়ালিপূর্ণ প্রকল্প নির্বাচন এবং নির্ধারিত হারে কমিশন নেওয়ার অভিযোগও উঠেছে।
অবস্থানহীন প্রকল্প ও ভুয়া মাদ্রাসা:
আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশায় ‘ফোরকানিয়া মাদ্রাসা’ নামে প্রকল্পের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এমন কোনো মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প কমিটির সভাপতির দাবি অনুযায়ী এটি ‘মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসা’র জন্য বরাদ্দ ছিল, তবে সেখানে নতুন কোনো লেট্রিন নির্মাণ হয়নি।
নির্মিতহীন সড়ক ও টয়লেট:
কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের পূর্ব পাশে রফিক আকনের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে বিল উত্তোলন করা হলেও কাজের কোনো চিহ্ন নেই। একইভাবে কালিশুরী ইউনিয়নের তুলাতলী বাজারে পাবলিক টয়লেট নির্মাণ ছাড়াই ২ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঘাটলার নামে অর্থ অপচয়:
মদনপুরা ইউনিয়নের রামলক্ষণ গ্রামে বিউটি বেগমের বাড়ির পুকুরে নতুন ঘাটলা নির্মাণের নামে অর্থ বরাদ্দ হলেও সেখানে একটি পুরাতন ঘাটলার পাশেই নতুন করে আরেকটি নির্মাণ হচ্ছে— যা গ্রামবাসীর মতে পুরোপুরি অর্থের অপচয়।
নিম্নমানের সিসি সড়ক:
মধ্যমদনপুরা বাজার থেকে তালিমুল ইসলাম মসজিদ পর্যন্ত নির্মিত সিসি সড়কটিতে ১–১.৫ ইঞ্চি পুরুত্বে ঢালাই দেওয়া হয়েছে, যেখানে মান অনুসারে হওয়া উচিত ছিল প্রায় ৩ ইঞ্চি। দেড় লাখ টাকা বরাদ্দে কাজের মান প্রশ্নবিদ্ধ।
প্রশাসনের অবস্থান:
এলজিইডির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ৩০ জুন অর্থবছর শেষ হওয়ার আগে ইউএনওর সিদ্ধান্তেই বিল উত্তোলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, প্রকল্প সমাপ্তির পরই বিল পরিশোধ করা হয়েছে। তবে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:১৮:০৫ ● ৮০ বার পঠিত