বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫

মির্জাগঞ্জে দেশীয় মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে দেশীয় মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) 

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত উৎসবে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, খেজুর, লটকন, তালসহ অন্তত ৬০ প্রজাতির দেশীয় ফল প্রদর্শিত হয়। দেশীয় ফলের পুষ্টিগুণ ও জনসচেতনতা বাড়াতে এমন উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এইচএম মো. হুমায়ুন কবির, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাশির উদ্দিন হাওলাদার, সাংবাদিক উত্তম গোলদার, কাজী সুমন, মো. সিয়াম রহমান হিমেল, মো. সাকের আলম, মো. মাসুম বিল্লাহসহ শতাধিক কৃষক।

 

স্টল পরিদর্শন শেষে ইউএনও বলেন, “মৌসুমি ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অথচ আমরা এখন বিদেশি ফলে বেশি নির্ভরশীল। দেশীয় ফলের উৎপাদন ও গ্রহণে আমাদের সচেতন হতে হবে।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৩ ● ৭৫ বার পঠিত