
বুধবার ● ২ জুলাই ২০২৫
পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. নয়ন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকা সত্ত্বেও তাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অবৈধ বা অযোগ্যদের দিয়ে কমিটি গঠন দলকে ক্ষতিগ্রস্ত করবে। বক্তারা কেন্দ্রীয় যুবদলের কাছে বিষয়টি তদন্ত করে নতুনভাবে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০:২৯:৩৮ ● ৭৩ বার পঠিত