
বুধবার ● ২ জুলাই ২০২৫
বঙ্গোপসাগরে ৭ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি
হোম পেজ » কুয়াকাটা » বঙ্গোপসাগরে ৭ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলেসহ একটি মাছ ধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেদের সহায়তায় জেলেদের সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার (২জুলাই) শেষ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আশেপাশে থাকা অপর নামবিহীন একটি মাছধরা ট্রলার দুই জেলেকে উদ্ধারের পর কুয়াকাটা সৈকতে খবরটি জানাজানি হয়। তাৎক্ষণিক সেখানকার রেসকিউ টিম ও স্থানীয় জেলেদের সহযোগিতায় অপর পাঁচ জেলেকেও উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বুধবার সন্ধ্যায়ই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।
এরা হলেন মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০) ও তানিম (২০)। এদের সকলের বাড়ি কুয়াকাটায়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান দুর্ঘটনা এবং পরবর্তীতে উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, বুধবার ভোর ৪টায় মাছ শিকারের উদ্দেশ্য সমুদ্র যাত্রা যায় মাহবুব মাঝি সহ সাতজন জেলে। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোরে সমুদ্রে ট্রলারটি নিমজ্জিত হয়।
দুর্ঘটনা কবলিত ট্রলারের জেলে মাহবুব মাঝী বলেন, আমরা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করি। সমুদ্র উত্তাল থাকার কারণে আমাদের ট্রলারটি সাগরে ডুবে যায়।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষেতোরা বাড়ি ফিরেছে। মাছধরা ট্রলারটি উদ্ধারের প্রচেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০:২২:২০ ● ৫২ বার পঠিত