বুধবার ● ২ জুলাই ২০২৫

আমতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ; প্রেমিকার আত্মহত্যা!

হোম পেজ » বরগুনা » আমতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ; প্রেমিকার আত্মহত্যা!
বুধবার ● ২ জুলাই ২০২৫


 

---

 

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আমতলীর বালিয়াতলী একজন নারী গার্মেন্টস কর্মী (১৮) আত্মহত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ওই নারী প্রেমিক রাকিব চৌকিদারের (১৯) বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হন, এরপর প্রেমিক রাকিব চৌকিদার বিয়েতে অস্বীকার করায় প্রেমিকা ওই গার্মেন্টস কর্মী আত্মহত্যার পথ বেছে নেয়- এমন অভিযোগ তুলেছেন গার্মেন্টস কর্মীর বাবা।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ওই তরুণী ঘরের আড়ার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

গার্মেন্টস কর্মীর বাবা জানান, দীর্ঘদিন ধরে রাকিব তাদের বাড়ির পাশের কলেজ ছাত্রীকে উত্যক্ত করছিলো। মেয়েটি ঢাকায় গার্মেন্টসের চাকরি নিলেও রাকিবের হয়রানি থামেনি।

গত মার্চে বিয়ে আশ্বাস দিয়ে রাকিব মেয়েকে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি রাখেননি। মঙ্গলবার সকালে রাকিব ফোনে বিয়ে করতে পারবে না জানালে মেয়ে ভেঙে পড়ে এবং পরদিন আত্মহত্যা করে।

 

বাবা অভিযোগ করেন, রাকিব বিয়ের প্রলোভনে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এদিকে, ওই নারীর আত্মহত্যার খবরে রাকিব ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে বলেও জানান প্রেমিকার বাবা।

 

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৬ ● ৫৬ বার পঠিত