
শুক্রবার ● ২৭ জুন ২০২৫
উত্তাল সমুদ্রে কুয়াকাটায় পর্যটকদের উল্লাস
হোম পেজ » কুয়াকাটা » উত্তাল সমুদ্রে কুয়াকাটায় পর্যটকদের উল্লাস
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বিশ্ববিখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণপিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এখান থেকেই একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়, যা একে করে তুলেছে ব্যতিক্রম। বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরে লঘুচাপের মাঝেও শুক্রবার (২৭ জুন) সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়।
জানা গেছে, কুয়াকাটা জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে উচ্ছ্বসিত হয়ে অনেকে সাগরে নেমে আনন্দে মেতে ওঠেন। তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকা সত্ত্বেও অনেকে উপেক্ষা করেন ঝুঁকির বিষয়টি।
কেউ কেউ নোনা জলে গা ভিজিয়ে নিচ্ছেন, কেউবা প্রিয়জনকে নিয়ে তুলছেন সেলফি। আবার কেউ ঘোড়ায় কিংবা সৈকতের বাহনে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। সৈকতের বেঞ্চে বসে ঢেউয়ের গর্জন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও দেখা গেছে অনেককে।
গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লিসহ কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের সরব উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যদের তৎপরতা ছিল লক্ষণীয়।
বরগুনা থেকে আসা পর্যটক রিয়া বলেন, “একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সাপ্তাহিক ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। বড় বড় ঢেউ দেখে দারুণ লেগেছে।”
ঢাকা থেকে আগত পর্যটক মহারানী বলেন, “ঈদের ছুটিতে কোথাও যেতে পারিনি। এবার কুয়াকাটায় এসে মনে হলো, আগের তিনবারের চেয়েও বেশি আনন্দ পেলাম। এত বড় ঢেউ আগে দেখিনি।”
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “লঘুচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল। আমরা নিয়মিত মাইকিং করে পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানাচ্ছি। কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত।”
বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৫ ● ৩৮২ বার পঠিত