
বুধবার ● ১৮ জুন ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র পুশইন; ২০ জনকে গ্রেফতার
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র পুশইন; ২০ জনকে গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্তে আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু রয়েছে।
৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মাসুদপুর সীমান্তের মেইন পিলার ৪/৫-এর এস ১ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ পুরুষ, ৭ মহিলা ও ১০ শিশু রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়। তাদের প্রকৃত নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৪ ● ১০৮ বার পঠিত