মঙ্গলবার ● ২৭ মে ২০২৫

নেছারাবাদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫


নেছারাবাদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী বিআডিবি হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর খামারবাড়ি উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার বরিশাল অঞ্চন, পার্টনার মোসা: ফাহিমা হক, নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, অতিরিক্ত কৃষি অফিসার, মোঃ ইকতারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রওশন সুলতানা।

এ সময় বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:০৮ ● ১৫৪ বার পঠিত