
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
কাউখালীতে ৪দোকানীকে জরিমানা
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ৪দোকানীকে জরিমানাকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে আট হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী দক্ষিন বাজার, ডাকবাংলো রোড এবং পাঙ্গাসিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে শিয়ালকাঠীর পাঙ্গাসিয়া বাজার এলাকায় ইভা এন্টারপ্রাইজকে ২হাজার টাকা, মনির স্টোরকে ১হাজার পাঁচশত টাকা,ডাকবাংলো রোডে আল-মদিনা হোটেলকে ২হাজার টাকা এবং ভোজন বিলাস হোটেলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৮:১২ ● ১২৭ বার পঠিত