
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
বামনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
হোম পেজ » বরগুনা » বামনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশবামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
সিলেটের জৈন্তাপুরে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বামনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার বামনা উপজেলা স্বাস্হ্য বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করে। হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ককে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন আরএমও ডাঃ শাকিল আল মামুন, ডাঃ সুমাইয়া জেরিন, ডাঃ নাসরিন আক্তার, নার্স পারুল বেগম, অফিস প্রধান রফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার সওকাতুল আলম সগীর, স্বাস্হ্য পরিদর্শক খালিদ বিন রশীদ, টেকনিশিয়াল রফিকুল ইসলাম প্রমুখ।
এইচআর/এমআর
বাংলাদেশ সময়: ২১:৫৬:০২ ● ১৫০ বার পঠিত