
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
হোম পেজ » ঝালকাঠী » নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যাঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির নলছিটিতে মো. ফুয়াদ কাজী (৩৭) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে মসজিদবাড়ি এলাকা থেকে ফুয়াদ কাজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফুয়াদ কাজী উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছিলেন। তাঁর বাবার নাম মকবুল হোসেন কাজী। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী সাগরকন্যাকে বলেন, স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দবুড়িয়া গ্রাম থেকে ফুয়াদ কাজীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই হত্যাকান্ডে কারা জড়িত রয়েছে, তা দ্রুত খুঁজে বের করা হবে।
ওসি আরও বলেন, নির্বাচনী সহিংসতা নয়, এটি পূর্বশত্রুতার জের। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কেই/এমআর
বাংলাদেশ সময়: ২১:৩০:০০ ● ৩২৯ বার পঠিত