বামনা মুক্ত দিবস বুধবার

প্রথম পাতা » বরগুনা » বামনা মুক্ত দিবস বুধবার
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১


বামনা মুক্ত দিবস বুধবার

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা মুক্ত দিবস বুধবার। ১৯৭১ সালের  এই দিনে বামনা থানায় স্থাপিত পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে আক্রমন চালিয়ে তাদের পরাজিত করে বিজয়ের লাল -সবুজ পতাকা  ্উড়িয়ে ছিলেন মুক্তিযোদ্বারা।
মহান মুক্তিযুদ্ধে  নবম সেক্টেরের  সাব সেক্টর ছিল বরগুনার বামনা উপজেলার বুকাবুনিযায়। সাব-সেক্টর বুকাবুনিয়ার অধিনায়ক ছিলেন তৎকালিন ক্যাপ্টেন মেহেদী আলি ইমাম ও সহ অধিনাযক ছিলেন আলমগীর হোসেন। ২৪ নভেম্বর ভোর রাতে মুক্তিযোদ্ধা ঘেরিলা আমিরসহ আরো অনেক মুক্তিযোদ্ধারা বামনা মুক্ত করতে থানায় স্থাপিত পাকিস্তানি ক্যাম্পে হামলা চালান। থানার অভ্যন্তর থেকে পুলিশ ও রাজাকার বাহিনি প্রচন্ড ভাবে তাদের প্রতিহত করার চেষ্টা চালায়। দামাল মুক্তিযোদ্ধারা থানার উত্তর ও দক্ষিনে ্একটি বেষ্টনি বলয় গড়ে থানাকে  লক্ষ্য করে মুষল ধরে গোলা বর্ষন করেন। মুক্তিযোদ্ধারা থানার ভিতরে গ্রেনেড হামলা চালানোর পর পাকিস্তানি ও রাজাকার বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এরপরই তারাপিছু হটতে বাধ্য হয়ে আত্মসমার্পণ করে। বেশ কিছ ুরাজাকার ও পাকিস্তানি এ যুদ্ধে নিহত হয়। তবে মুক্তিযোদ্ধারা কেউই হতাহত হননি। বামনা থানার  পতাকা  স্তম্ভে^ উল্লাসিত মুক্তিযোদ্ধারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৮ ● ৪৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ