কলাপাড়ায় ২৫০ মিটার ভাঙ্গা সড়কে লাখো মানুষের ভোগান্তি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ২৫০ মিটার ভাঙ্গা সড়কে লাখো মানুষের ভোগান্তি
শনিবার ● ১৩ জুলাই ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়া পৌরশহরের প্রবেশদ্বারে মাত্র ২৫০ মিটার সড়কের খানা-খন্দের কারণে এখানকার লাখো মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। শহর থেকে বের হতে কিংবা শহরে প্রবেশকালে রিক্সা, অটোবাইক, মোটরসাইকেলসহ সকল যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই টুকু পথে। শেখ কামাল সেতুর নিচের এসড়কটি মানুষকে চরম যন্ত্রনা দেয়। যানবাহন উল্টে প্রায় সময় আহত হন যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। সড়ক ও জনপথের এ সড়কটি। তাঁরা রয়েছেন উদাসীন। পৌরসভা কর্তৃপক্ষ কয়েকদফা ভাঙ্গা ইটের অংশ দিয়ে রোলার দিয়েছেন। পানি অপসারনের জন্য প্রায় পাঁচ শ’ মিটার ড্রেন করেছেন। কিন্তু এখন খানা-খন্দ এত বড় বড় হয়ে গেছে যে মানুষ এপথ দিয়ে চলাচল করতে পারছে না। সড়কটির ওপর দিয়ে শেখ কামাল সেতুর সংযোগ সড়ক করায় পানি জমতে শুরু করে। এখন সড়কটির স্লোপ ঠিক করে ভেঙ্গে নতুনভাবে করা প্রয়োজন। পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, ওই সড়কটি তাঁদের কাছে হস্তান্তর না করায় তারা মেরামত করতে কিংবা নতুনভাবে সংস্কার করতে পারছেন না।
কলাপাড়া পৌরসভার প্রকৌশলী মো. মিজানুজ্জামান জানান, সড়ক-মহাসড়কের সাধারণত দুই দিকে স্লোপ থাকে। মাঝখান একটু উচু থাকে। বৃষ্টির পানি নেমে যাওয়ার জন্য এমন ব্যবস্থা। সড়কটির ওই পয়েন্টে পশ্চিম পাশে শেখ কামাল সেতুর সংযোগ সড়ক করায় পানি আটকে যায়। আর পুবদিকে রাডার স্টেশনের দেয়াল রয়েছে। যেখানে এখন ড্রেন করা হয়েছে। কিন্তু পশ্চিম দিকের পানি নামতে পারছে না। এখন সড়কটির ওই আড়াই শ’ মিটার ভেঙ্গে নতুনভাবে স্লোপ পুবদিকে রেখে করতে হবে। তাইলে পানি জমবে না। ভোগান্তি থাকবে না। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এ রাস্তাটুকু মেরামত না করলে রোগীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি যাবেনা। বিশেষ করে রোগীরা যেন আরও অসুস্থ হওয়ার উপক্রম হয়ে যায় এ পথে চলাচলে। সড়ক ও জনপদ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস জানান, এই নতুন অর্থবছরে (২০১৯-২০২০) উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সংস্কারের উদ্যোগ নেয়া হবে। ভুক্তভোগী মানুষের দাবি সড়কটি যে কোনভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

বাংলাদেশ সময়: ১১:৫২:৪১ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ