চরফ্যাশনে জাতীয় স্থানীয় সরকার দিসব উদযাপন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জাতীয় স্থানীয় সরকার দিসব উদযাপন
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪


চরফ্যাশনে জাতীয় স্থানীয় সরকার দিসব উদযাপন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এই দিবসটি উযদাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে স্মার্ট বাংলাদেশের বিকল্প নেই।
আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে এই সরকার বদ্ধ পরিকর। তাই সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহব্বান জানান নির্বাহী কর্মকর্তা নওরীন হক। ওই সময় স্থানীয় সংবাদকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪৯ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ