নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় দু’স্কুলছাত্র নিহত, আহত-১

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় দু’স্কুলছাত্র নিহত, আহত-১
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪


নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় দু’স্কুলছাত্র নিহত, আহত-১

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামের দশম শ্রেনীর দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা অপর ছাত্র রহমাত শেখ গুরতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৮ ফেরুয়ারী) সকাল সারে ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে। নিহতরা স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান চলছে। কিন্তু সকাল সোয়া ৯টার দিক ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ এ  ৩ সহপাঠী একটি মোটর সাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে স্বাধীন ও রহমতের সেখানেই মৃত্যু হয়।  আর গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। স্থানীয়রা জানান, ওই ৩ ছাত্র একটি মোটর সাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটর সাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। এ ছাড়া আহত তানজিম শেখ ওই একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ওই ছাত্ররা একটি মোটর সাইকেলে করে দ্রুগতিতে মাটিভাঙ্গার দিকে যাওয়ার কালে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে তারা নিহত হন।

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩০ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ