গলাচিপায় ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪


গলাচিপায় ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় গলাচিপা শহরের পূর্ব বাজারে রাসেল বিল্ডিং এপটুয়াখালী শাখার অধীন গলাচিপায় এ উপশাখার উদ্বোধন করা হয়।
হাফেজ ক্বারী মো. নুরুল আমিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মু. হাফিজুর রহমান পটুয়াখালী শাখা। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বক্তব্য রাখেন মো. মুনিরুল মাওলা (এম,ডি এন্ড সিইও) ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য রাখেন মু. হাফিজুর রহমান, এসভিপি হেড অব ব্রাঞ্চ পটুয়াখালী শাখা, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, সিনিয়র সাংবাদিক ও কলামিস্টমু. খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত প্রমুখ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম (সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পটুয়াখালী শাখা)। উদ্বোধনী অনুষ্ঠানে সুধিজন, শিক্ষক, ইমাম সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মু. হাফিজুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক। কর্মকর্তাদের সততা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে গ্রাহকরা এ ব্যাংকের প্রতি আকৃষ্ট হন। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে এ ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এ সময় প্রধান অতিথিমো. মুনিরুল মাওলাবলেন, বাংলাদেশ প্রযুক্তি ও অবকাঠামোগত দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও করোনার ধাক্কা সামলিয়ে বাংলাদেশের জিডিপি বাড়ছে। মাথাপিছু আয় বেড়েছে বহুগুণ। এ ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে তিনি সবাইকে আহ্বান হানান। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক বর্তমান সময়ের জন্য অন্যতম রোল মডেল। দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী উন্নয়ন কর্মসূচি প্রণয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী ব্যাংক। গলাচিপায় উন্নত রেমিট্যান্স সেবা প্রদান ও জীবনমান উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:২৯ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ