নীলফামারী-১ তৃতীয়বারে বিজয়ী আফতাব উদ্দিন সরকার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নীলফামারী-১ তৃতীয়বারে বিজয়ী আফতাব উদ্দিন সরকার
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪


নীলফামারী-১ তৃতীয়বারে বিজয়ী আফতাব উদ্দিন সরকার

ডোমার (নীলফামারী) সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ শেষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে টানা তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার। এই নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থীকে ৪৫ হাজার ২৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে এ জয় লাভ করেন তিনি ।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪ ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন ৫৯ হাজার ২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী তছলিম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ৭৯৮ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন ৬ হাজার ৩৩ ভোট, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ইমরান কবির চৌধুরী পেয়েছেন ৭৩০ ভোট,তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এন.কে আলম চৌধুরী পেয়েছেন ৬৪৮ ভোট,জেপি বাইসাইকেল প্রতীকের মখদুম আজম মাশরাফি পেয়েছেন ৩৯৭ ভোট,বিএনএফ টেলিভিশন প্রতীকের সিরাজুল ইসলাম পেয়েছেন ১২৬ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৮২৯ জন এবং নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৬৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২জন। মোট ভোট কেন্দ্র ১৫৪ টি।
মোট বৈধ ভোটের সংখ্যা ৮০ হাজার ৭৬০,বাতিলকৃত ভোটের সংখ্যা ১৮১৩,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৮২ হাজার ৫৭৩।

 

 

বিঈজে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৯ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ