নেছারাবাদে মহান বিজয় দিবস পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মহান বিজয় দিবস পালন
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩


নেছারাবাদে মহান বিজয় দিবস পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা সদরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল সাড়ে আটটার দিকে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠন কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে। এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচির মধ্যে মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা,প্রীতি ফুটবল,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০২:৪০ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ